আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশালে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়ে খুশি শিক্ষার্থীরা

মোঃ আসাদুল ইসলাম মিন্টু,ত্রিশালঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ময়মনসিংহ ত্রিশালের স্কুল ও মাদ্রাসার নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহ গণনায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে। এসব ট্যাব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

সোমবার  দুপুরে উপজেলা  পরিসংখ্যান কার্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।

শিক্ষার্থীর হাতে  এসব ট্যাব তুলে দেন উপজেলা  পরিসংখ্যান অফিসার মুশফিকুর রহমান।

ত্রিশাল আব্বাসিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার  ১০ম শ্রেণির শিক্ষার্থী রেজাউল করিম  বলেন, ‘এই ট্যাব পাওয়ায় তাদের লেখাপড়ায় অনেক গতি আসবে। অনলাইন ক্লাসে অংশগ্রহণসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই ট্যাব তাদের অনেক সহযোগিতা করবে। বিনা মূল্যে ট্যাব প্রদান করায় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।’

ত্রিশাল আব্বাসিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার  ৯ম শিক্ষার্থী বুশরা আক্তার  বলে, ‘আজ সোমবার  আমাদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে, এতে আমরা খুব খুশি। এই ট্যাব আমাদের জন্য অনেক কাজে আসবে। আমাদের পড়ালেখা করার জন্য অনলাইনে যে ক্লাস করতে হয়, সেগুলো আমরা খুব সহজেই এখন করতে পারব। পাশাপাশি এই ট্যাব দিয়ে আমরা অনলাইনে কীভাবে কাজ করতে হয়, তা-ও সহজে জানতে পারব। আমাদের এই ট্যাব দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

ত্রিশাল আলী আকবর ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়  ১০ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার  বলেন, ‘বর্তমানে আমাদের  অনলাইনে ক্লাস করার জন্য ডিজিটাল ডিভাইসের প্রয়োজন হয়। এখন থেকে আমরা যেকোনো কাজ এই ট্যাবের সাহায্যে করতে পারব। প্রধানমন্ত্রীর দেয়া এই ট্যাব পেয়ে আমরা খুবই আনন্দিত। সে জন্য আমরা প্রধানমন্ত্রীকে মন থেকে ধন্যবাদ জানাই।’

এদিকে  ট্যাব বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ত্রিশাল আব্বাসিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা এনামুল হক ,ও সহকারী মৌলভী সোলায়মান কবির,

ত্রিশাল আব্বাসিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ  হযরত মাওলানা এনামুল হক বলেন,   ‘জাতির পিতা বলেছিলেন, বাঙালিকে দাবায়া রাখতে পারবা না। আজকের খুদে শিক্ষার্থীরা ট্যাবকে ব্যবহার করে একেকজন ভালো উদ্যোক্তা হবে। ভারী বইয়ের ব্যাগ বহন থেকে সহায়ক হবে। পাশাপাশি তাদের প্রতিদিনের পড়ালেখার কাজেও গতি আসবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category