আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তাড়াইলে উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণ 

হুমায়ুন রশিদ জুয়েল :”শিক্ষা নিয়ে গর্ব দেশ” শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১ জানুয়ারী সোমবার সকালে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আল মামুন ২০২৪ সালের নতুন বই বিতরণ উদ্বোধন করেন।

মাধ্যমিক শিক্ষক অফিসার এ. কে. এম গোলাম কিবরিয়া বলেন, মাধ্যমিক ও মাদ্রাসা সহ ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ হইতে নবম শ্রেণী পর্যন্ত বই উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।

তাড়াইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক খান বলেন, উপজেলার সাতটি ইউনিয়নে ৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও রয়েছেন এনজিও কিন্ডারগার্ডেন স্কুল।
২০২৪ নতুন বছরের ১ তারিখে সবকটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের হাতে শিক্ষকগণ নতুন বই তুলে দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, সোমবার সকালে উপজেলা সদরে তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বই বিতরণে আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উৎসবের আমেজে নতুন বই সংগ্রহ করতে দেখা গেছে।

তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
পঞ্চম শ্রেণীর নতুন বই হাতে পেয়ে খুশিতে শিক্ষার্থীরা বলেন, নতুন বছরের নতুন বই হাতে পেয়ে আমরা খুবই আনন্দিত।

তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মামুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

সারা উপজেলার ন্যায় কার্তিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বিনামূল্যে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকসহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাঃ মুজাহিদুল ইসলাম, সহসভাপতি স্থান দাতা এ,এস,এম শামসুল হুদা চৌধুরি প্রাক্তন শিক্ষক মতিউর রহমান প্রমুখ।
কার্তিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাপ মোস্তফা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল শ্রেণীর শিক্ষার্থীর হাতে নতুন বছরের নতুন বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category