আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত মাধবদীর কেন্দ্রীয় শহীদ মিনার

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

আগামীকাল মহান একুশে ফেব্রুয়ারি। বাঙালি জাতির প্রেরণার অন্যতম উৎস মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশ বরণে ধোয়া মোছা করে প্রস্তুত মাধবদীর কেন্দ্রীয় শহীদ মিনারটি। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে মর্যাদাপূর্ণ এ বিশেষ দিন বরণে প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। আজ সকালে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, একদিকে শহীদ মিনার মাধবদী এস পি ইনিস্টিটিউশন স্কুল মাঠে অবস্থিত শহীদ বেদিসহ গোটা মাঠ ঝাড়ু দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কারের কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। পাশাপাশি নিরাপত্তার জন্য লাইটিং করে আলো যুক্তসহ প্রয়োজনীয় কাজগুলো চালিয়ে যাচ্ছে। মাঠের চার পাশে মূল বেদিসহ নিরাপত্তা বেস্টনি দেয়া হয়েছে। এক কথায় বলা যায় আলপনা ও বর্ণমালায় সেজে উঠছে শহীদ মিনার এলাকা। শহীদ মিনারের সাজগোজে নিয়োজিত একজন জানান, “আজকের মধ্যে পরিচ্ছন্নতাসহ সবকাজ সম্পন্ন হবে।”
অন্যদিকে মাধবদী কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারটিতে রঙ করা হয়েছে মূল বেদিতে। শহীদ মিনারটিতে শোভা পাচ্ছে বাংলা বর্ণমালা। এছাড়া আশপাশের দেয়ালে বাংলা বর্ণমালা, আলপনা আঁকা হয়েছে শহীদ মিনারের আশপাশের দেয়ালগুলোতে। এক কথায় বলা যায় আলপনা ও বর্ণমালায় সেজে উঠছে শহীদ মিনার এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category