আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ কেক কেটে কিশোরগঞ্জে তিনদিনব্যাপী মহোৎসব

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুরু হয়েছে (২৮-৩০ ডিসেম্বর) তিনদিনব্যাপী বিজয় মহোৎসব।

কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের আয়োজনে ২৮ ডিসেম্বর সন্ধায় জেলা শহরের গুরুদয়াল সরকারী কলেজ সংলগ্ন নরসুন্ধা মুক্তমঞ্চে  আড়ম্বরপূর্ণ আনন্দোল্লাসের মধ্যদিয়ে উদ্বোধন করা হয় এ বিজয় মহোৎসবের।

বিজয় মহোৎসব উদযাপন কমিটির সভাপতি এডভোকেট শাহ্ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মহোৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম.এ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা বেগম আছমা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দীন ভূইয়া, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ সহ ৫০জন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীর লাল সবুজের পোষাকে মাথায় ফিতা মূখে মাস্ক পরিহিত কন্ঠে গেয়ে উঠে জাতীয় সংগীত, একসাথে কাটা হয় ৫০ টি কেক, একে একে উড়ানো হয় ৫০ টি বাহারি রঙ্গিন ফানুস।

সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমির পরিচালনায় এবং ছড়াকার হারুন আল রশিদ ও মশিউর রহমান কায়েসের সঞ্চালনায় আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধে তাদের স্মৃতিচারণ করেন।
পরে একে একে কবিতা আবৃত্তি, দলীয়নৃত্য, জারি সাড়ি ভাটিয়ালী গান ও দেশাত্ববোধক গানে মেতে উঠে হাজার হাজার দর্শক।

এভাবেই রাত দশটা পর্যন্ত অতিবাহিত হয় শিল্পিত মহোৎসবের আঙিনা গুরুদয়াল সরকারী কলেজের মুক্তমঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category