আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের কটিয়াদীতে এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া অনুৃষ্টিত

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজের সার্বিক ব্যবস্থাপনায় কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুৃষ্টিত হলো এ্যাথলেটিক্স এবং গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা।

১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে চরআলগী ইছামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫ টি স্কুলের প্রায় ১২০ জন প্রতিযোগীর অংশ গ্রহনে উক্ত
এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া অনুৃষ্টিত হয়।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসুয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি হামিদুল হক দুলাল এবং চর আলগী ইছামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুজ্জামান।

উক্ত প্রতিযোগিতায় বালক বালিকাদের ১৬ টি ইভেন্টে, ৭টি ইভেন্টে প্রথম স্থান, ৫ টি ইভেন্টে দ্বিতীয় স্থান এবং ৫ টি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে সেরা স্কুল হয়েছে মসুয়া দাখিল মাদ্রাসা।

প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শেষ হওয়া এই প্রতিযোগিতায় সেরা স্কুল হয়েছে মসুয়া দাখিল মাদ্রাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category