আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌহালীতে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি প্রতিটি ঘর ও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্বান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামে ১০টি দুর্যোগ সহনীয় ঘর ও ভূমিহীন পরিবারকে আধাপাকা টিন-শেড ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চ থেকে আগামী ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে সরকার মুজিববর্ষ ঘোষণা করে। এই সময়ের মধ্যেই এসব ঘর নির্মাণ কাজ শেষ করতে চায় সরকার। জানা গেছে, সরকারের তিনটি কর্মসূচির আওতায় দেশের ভূমিহীন ঠিকানাহীন মানুষদের ঘর তৈরি করে দেওয়ার কাজ করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্প। ভূমি মন্ত্রণালয়ের আওতায় গুচ্ছগ্রাম প্রকল্প ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২। এর বাইরে আমার বাড়ি, আমার খামার প্রকল্পও রয়েছে। তবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা যৌথভাবে গৃহহীনদের জন্য নেওয়া এই প্রকল্প বাস্তবায়ন করবে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর(ডিডিএম) এর আযোজনে কুরকি গ্রামে গুচ্ছগ্রাম আশ্রয়ণ-২ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মাহিদ আল হাসান, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,সরকারি কলেজের (ভার,)অধ্যক্ষ আঃ মান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ হজরত আলী মাষ্টার, উপসহকারি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম. খাসকাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান শহিদ, সাবেক অধ্যক্ষ আলহাজ মাও মো, আশরাফ আলী প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category