আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খাদ্যের নিরাপত্তা ও গুনাগুন রক্ষায় কিশোরগঞ্জে উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষন

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে খাদ্যের নিরাপত্তা ও গুনাগুন রক্ষায় ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের (খাদ্য-শিল্প) একদিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির কার্যালয়ে,
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (ঢাকা ও কিশোরগঞ্জ) এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সহযোগিতায় ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)’র আয়োজন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষনের উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও টেকনোলজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ ইকবাল। এতে, খাদ্য শিল্পের সঙ্গে সম্পৃক্ত জেলার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা ও কর্মকর্তারা অংশ নেয়।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুজিবুল রহমান বেলাল এর সভাপতিত্বে, প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আফজাল রহমান, গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রোগ্রাম কর্ডিনেটর আশফাক কবীর, নাসিবের কিশোরগঞ্জ জেলার সভাপতি শেখ ফরিদ আহমেদ, চেম্বারের পরিচালক ইকবাল আহমেদ চৌধুরী অপু, নাসিবের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, নারী উদ্যোক্তা সেলিনা ইয়াসমিন কাকলী প্রমুখ।
অনুষ্ঠানে, সাথী চিড়া-মুড়ি মিল, তন্বি-মুন্বি ফুড প্রোডাক্ট ও পূবালী ফ্লাওয়ার মিলকে নিরাপদ খাদ্য উৎপাদন ও গুণগত মান বজায় রাখাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category