আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবে মাইম নৃত্যে দর্শক নন্দিত কিশোরগঞ্জের রিফাত

নিজস্ব প্রতিনিধি ঃ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব ২০২৩। এতে বেশ দর্শক নন্দিত হয় জলছবি মাইম থিয়েটারের পরিচালক রিফাত ইসলামের মাইম নৃত্য।

মূকাভিনয়কেন্দ্রিক সংগঠন ‘রঙ্গন মাইম একাডেমি’র আয়োজনে গত শুক্রবার (১৭ মার্চ) এবং শনিবার (১৮ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব ২০২৩। এতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবে বাংলাদেশ ও ভারতের মোট ২১টি মূকাভিনয় দল অংশ নেয়।
সেলিম আল দিন মুক্তমঞ্চে আয়োজিত এ উৎসবে কিশোরগঞ্জ থেকে আমন্ত্রণ পায় জলছবি মাইম থিয়েটার।
উৎসবের প্রথম দিন শুক্রবার (১৭ মার্চ ) সন্ধ্যায় মাইম নৃত্য পরিবেশন করেন জলছবি মাইম থিয়েটারের পরিচালক রিফাত ইসলাম। নাচটি বেশ দর্শক নন্দিত হয়।
সেসময় আয়োজক কমিটি তুলে দেন রিফাতের হাতে সম্মাননা উৎসব স্মারক।
রিফাত ইসলাম জানান, মূকাভিনয় শিল্পের প্রচার ও প্রসারে মূকাভিনয় উৎসবের আয়োজন করা খুব জরুরী। রঙ্গন মাইম একাডেমিকে আমরা ধন্যবাদ দিতে চাই এমন চমৎকার উৎসব আয়োজন করার জন্য।
দুই দিনব্যাপী আয়োজিত মূকাভিনয় উৎসবে ছিলো র‌্যালি, সেমিনার, মূকাভিনয় কর্মশালা, স্ট্রীট মাইম ও মূকাভিনয় প্রদর্শনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category