আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮’শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ জেলা শহরে র‍্যাবের অভিযানে ১৮’শ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত ১টি মোবাইলসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও র‌্যাবের গোয়েন্দা নজরদারীতে ২৯ জুন বুধবার বিকেল অনুমান ৩টায় কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৮’শ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত ১টি মোবাইলসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী মোঃ ওসমান গনি (২৩)কে আটক করে।
রোহিঙ্গা মাদক ব্যবসায়ী মোঃ ওসমান গনি ১৬২২০০, হ্যাড মাঝি- নুর বসত, সাব মাঝি-সেলিম, ক্যাম্প-১২, ইস্ট ব্লক ই, কতুপালং, রিফিউজি ক্যাম্প উখিয়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, মায়ানমারের মৃত আলী আহম্মেদ ও মাতা-রমিজা বেগমের ছেলে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী স্বীকার করে যে, সে নিয়মিত কক্সবাজার জেলার উখিয়া এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছিলো।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category