আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদক’সহ ৮ ডাকাত গ্রেফতার

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
ডাকাতি করার পূর্ব প্রস্তুতি নেয়ার সময় একাদিক দেশীয় অস্ত্র ও মাদক সহ ডাকাত সর্দার ইয়াকুব ও তার ৭জন সহযোগী সহ ৮ ডাকাতকে মাধবদী থানা পুলিশ ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোরে মাধবদী থানার কোতয়ালীরচর বিলপাড় এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সাহেব আলী পাঠান বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ জানান, ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোর রাতে মাধবদীর কোতয়ালীরচর বিলপাড় আনিছ সাহেবের পরিত্যাক্ত একটি এম.বি.সি. ব্রিক ফিল্ডের ভিতরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জনের একটি ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ০২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে এ সময় ডাকাত ইয়াকুব তার হাতে থাকা পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। পরে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান সহ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে ফেলেন এবং পালিয়ে যাওয়ার সময় মাধবদী থানার ছোট বালাপুর গ্রামের রমিজ উদ্দিনেরর ছেলে মোঃ ইয়াকুব আলী (৪০) সহ নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার পরাবলী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আইমুল হক (২৪), ফুলাদী গ্রামের মনসুর আলীর ছেলে মোঃ মতিন মিয়া (৩২), শ্যামরাকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ হাসান আলী (২২) উভয় মাধবদী থানার, বালিয়াপাড়া গ্রামের -মৃত জলিল মিয়ার ছেলে মোঃ ইয়াকুব(১৯), নয়নাবাদ এলাকার রশিদ ভূঁইয়ার ছেলে মোঃ রনি ভূঁইয়া (২৬), মৃত চেরাগ আলীর ছেলে মোঃ শরীফুল ইসলাম (২৬), বালিয়াপাড়া গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মোঃ আল আমিন (২৩) নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার এদের গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত ইয়াকুবের বিরুদ্ধে ১৩টি পরোয়ানা মূলতবি সহ বিভিন্ন থানায় ১৩টি ডাকাতি মামলা রয়েছে এবং অন্যান্য ডাকাতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও ৪(চার) রাউন্ড গুলি সহ ৩টি অবিস্ফোরিত ককটেল, বোমা তৈরীর প্রচুর পরিমান সরঞ্জাম। 8 (5) HT ৫. ০১(এক) টি লোহার রঙ, ১টি হাতুড়ি, ১টি পিকআপ ভ্যান, ১টি সিএনজি সহ ৩’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category