আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব ও কটিয়াদী উপজেলায় পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও আট কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ ক্যাম্প।

শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাতে র‌্যাব-১৪ ক্যাম্পের একটি অপারেশনাল টিমের অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃত তিনজন মাদক ব্যবসায়ী হল, কুলিয়ার চর উপজেলার ক্ষিদিরপুর এলাকার মো. সাদেক মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৪) ও ভৈরব উপজেলার কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকার মো. লতিফ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫), একই উপজেলার রাজানগর এলাকার মো. তাজুল দেওয়ানের ছেলে মামুন পারভেজ (২২)।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভৈরবের আকবর নগর সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে মাদকবিক্রেতা শফিকুল ও মামুনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা, ৪৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে শুক্রবার দুপুরে কটিয়াদীর পূর্বধনকি পাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা সোহেলকে আটক করা হয়।

আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব ও কটিয়াদী থানায় পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category