আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের কটিয়াদিতে র‍্যাবের চেক পোষ্টে গাড়ী ও গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদি
উপজেলার ভুগপাড়া এলাকা হতে ৭ কেজি গাঁজা ও ১টি মিনি ট্রাকসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

র‍্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- র‍্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড
দমনের লক্ষ্যে ও মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান ও কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ
করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। পরে র‍্যাবের
গোয়েন্দা নজরদারীতে সত্যতা পাওয়ায়। ৮
ফেব্রুয়ারি সোমবার রাত অনুমান ৭.৩০ টায়
কটিয়াদি থানার ভুগপাড়া এলাকায় র‍্যাব চেক পোষ্ট স্থাপন করে তা পরিচালনা করার সময় একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহ জনক হলে উক্ত ট্রাক তল্লাশী করে ৭ কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল কাইয়ুম(২৮), পিতাঃ মৃত শাহআলম, সাং-বিরাষার ফুলবাড়ীয়া, থানা ও জেলা- ব্রাক্ষণবাড়িয়া ও নাজমুল আলম (৪০), পিতা-মৃত আনোয়ারুল হক, সাং-লক্ষিপুর, থানা- ভৈরব, জেলা-কিশোরগঞ্জ।

গ্রেফতার কৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category