আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তাড়াইলে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

হুমায়ুন রশিদ জুয়েল তাড়াইল কিশোরগঞ্জ ;
কিশোরগঞ্জে তাড়াইল উপজেলায় ২৫ ফেব্রুয়রি রোজ মঙ্গলবার উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের প্রতিভার প্রদর্শন করে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলে।

অনুষ্ঠানে তাড়াইল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সাবেক সাধারণ সম্পাদক ও তাড়াইল উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন লিটনের ছোট ভাই
সামির হোসেন সাকির সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকী যিনি উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি( এডহক) র অভিভাবক সদস্য সাফিক বেপারী, উপজেলা জাতীয়তাবাদী দল(বি.এন. পি) এর যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ আলেক ,তাড়াইল উপজেলার বিএনপি’র সাবেক সদস্য সচিব ও জাওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর, তাড়াইল সাচাইল ইউনিয়ন বিএন পির সভাপতি মো. মাজহারুল ইসলাম মুকুল,উপজেলা সংস্কৃতি দলের আহবায়ক আতিকুর রহমান লতিব,উপজেলা জাতিয়তাবাদী যুবদল আহবায়ক উমরফ ফারুক, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো. আবুল মনসুর, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুয়েল আহমেদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায়
দিনব্যাপী আয়োজনে দৌড়, লং জাম্প, হাই জাম্প, গোলক নিক্ষেপ,দড়ি লাফ,বিস্কুট দৌড়সহ নানা ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়। শিক্ষার্থীদের মনোবল বাড়াতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন ।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি সামির হোসেন সাকি তার সমাপনী বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে তোলে।”লক্ষ্য করা গেছে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category