নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ভরাহাটি গ্রামের আওয়ামীলীগ নেতা মৃত কামাল হোসেনের স্ত্রী আখি নূর ও তার সন্ত্রাসী বাহীনির বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন ভূঞা।
প্রতারণসহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে আখি নূরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন ভূঞা।
২৯ অক্টোবর মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আফতাব উদ্দিন ভূঞা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ নেতা মৃত কামাল হোসেনের স্ত্রী আখি নূর
প্রতারণসহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির করে আসছে। এবং কেওয়ারজোড় ভরাহাটি গ্রামে সেচ প্রকল্পটি অন্যান কৃষকের নামে থাকলেও এককভাবে নিজের আধিপত্য বিস্তার করে হয়রানি করে সাধারণ মানুষকে।
গ্রামটি হিন্দু সম্প্রদায়িক হওয়ায় সেচ প্রকল্পের কৃষক বাবু হখেন চন্দ্র দাস, হিরেন্দ্র দাস, ও সুনিল দাসকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দেখাচ্ছে। আমি এসব বিষয়ে কথা বললে আখি নূর আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে।এছাড়াও আমাকে ফাসানোর জন্য গত ১৪ অক্টোবর কিশোরগঞ্জ পুলিশ সুপার ও মিঠামইন থানায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন। আমার মৃত মা-বাবাকে নিয়ে ও আমার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
পরবর্তীতে গত ২৩ অক্টোবর আমি আমার ভাই ভাতিজা সহ কেওয়ারজোর খেলার মাঠে অবস্থান কালে আখিনুর তার সন্ত্রাসী লোকজন নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হঠাৎ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করিলে আমার ভাই হাবিব এবং আমার ভাতিজা ঘটনাস্থলে মারাত্মক জখম প্রাপ্ত হয়। পরে জখমীদের দ্রুত চিকিৎসার জন্য মিঠামইন স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়। পরবর্তীতে আমি মিঠামই থানায় হাজির হইয়া আখিনুর সহ সহযোগী আসামীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি যাহা তদন্তাধীন।
তিনি আরও বলেন, আখিনুর বিগত দিনে আওয়ামীলীগ সেজে সাবেক রাষ্ট্রপতির ভাই প্রিন্সিপাল আ: হকের প্রভাব খাটিয়ে অনেক অনিয়ম দুর্নীতি করেছে। তাছাড়া গ্রামের সহজ-স্বরল মানুষকে বিভিন্ন সময় রাজনৈতিক নেতা, সাংবাদিক, এবং মানবাধিকার কর্মী হিসেবে একাধিক পরিচয় দিয়ে প্রতারণাও করে।
আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার জীবনের নিরাপত্তা ও তার বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে এসময় জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো: সারোয়ার, এডভোকেট জসিমউদদীন রুবেল ও বৈরাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।
Leave a Reply