আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পাগলা মসজিদের পাশে নরসুন্দা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব  প্রতিনিধি ঃকিশোরগঞ্জ জেলা শহরের মাঝ দিয়ে বয়ে চলা শহর এলাকায় নরসুন্দা নদীর পাড়ে পাগলা মসজিদের পাশে নরসুন্দা নদীর পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ থেকে শুরু হয়ে অভিযান চলাকালে নদীর পাড়ে গড়ে উঠা পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান নেতৃত্ব দিচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী। সাথে রয়েছেন সহকারি কমিশনার (ভূমি) মো: রাকিবুল ইসলাম।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, জেলা শহরের নরসুন্দা নদীর দুই অংশে অসংখ্য অবৈধ স্থাপনা ও দোকান তুলে সেখানে দীর্ঘদিন ধরে দখলকারীরা ব্যবসা করছিল। এতে নদীর সৌন্দর্য ও নদীর দুই পাশে গড়ে ওঠা লেক (রাস্তা) নষ্ট হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
তিনি আরও জানান, নরসুন্দার সৌন্দর্য ফিরিয়ে আনা ও জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাঊদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category