আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযানে পৌরসভা

নিজস্ব প্রতিনিধি ঃ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবে কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে কিশোরগঞ্জ পৌরসভা। গত মঙ্গলবার দুপুরে এ অভিযানের উদ্বোধন করেন পৌরমেয়র মোঃ পারভেজ মিয়া।
১৯ জুলাই বুধবার দুপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌরমেয়র মোঃ পারভেজ মিয়া জানান, সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবে কিশোরগঞ্জ পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান চালিয়ে যাচ্ছে। গতকাল থেকে ৮টি ফগার মেশিন ও ১৫টি স্প্রে মেশিন দ্বারা মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের কাছে ৮০০ লিটার ওষুধ মজুদ রয়েছে। ধারাবাহিকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর থেকে শহরতলির প্রত্যেকটি ওয়ার্ডে মেশিন দ্বারা মশক নিধন অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত পৌরসভার বিভিন্ন ড্রেন ও জলাশয়সহ সর্বত্র মশার কীটনাশক প্রয়োগ করা হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্ন কার্যক্রমও অব্যাহত থাকবে। আর এ পরিচ্ছন্ন কার্যক্রমকে সফল করতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করছি।
মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ পৌর সচিব হাসান জাকির বাপ্পী, নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category