হুমায়ুন রশিদ জুয়েল :”আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না “এই শ্লোগান কে সামনে রেখে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা ও প্রত্যাশা,প্রতিশ্রুতি, ও কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৬ টি ইউনিয়নের সমন্বকারীবৃন্দ ( UC) রবীন্দ্র সরকার দামিহা ইউনিয়ন, পাপিয়া জাহান, তাড়াইল – সাচাইল ইউনিয়ন, আলাল উদ্দিন, ধলা ইউনিয়ন, রাকিব চৌধুরী দিগদাইর ইউনিয়ন, শামীমা হায়দার সেতু,রাউতি ইউনিয়ন সহ তালজাঙ্গা ইউনিয়ন হুমায়ুন রশিদ জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও আঞ্চলিক যুগ্ম কো-অর্ডিনেটর মাহফুজা জাহান মুন্নী, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গণগবেষনা দায়িত্বে সোহেল রানা, জয়ন্ত কর আঞ্চলিক সমন্বয়কারী সহ ও খায়রুল বাসার রাসেল দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী ময়মনসিংহ, উক্ত ৬টি ইউনিয়ন সার্বিক মনিটরিংয়ের ব্যবস্থাপনায় দায়িত্বে থেকে ধারাবাহিকতা সাথে কার্যক্রম শুরু করেন সেই ধারাবাহিকতায় ১৫ মার্চ বুধবার দুপুর ২টায় তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়ন , ইয়ূথ এন্ডিং হাঙ্গার, কিশোরগঞ্জ, , বান্দুলদিয়া গ্রামে, শাহ আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে প্রত্যাশা,প্রতিশ্রুতি, ও কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ দুলাল উদ্দিন ভূইয়া শুরু ও শেষ পর্যন্ত উপস্থিত থেকে, ছাত্র- ছাত্রীদের সাথে সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সার্বিক আলোচনা করায়,প্রধান শিক্ষক ও একে এম শাহ আনোয়ার জালাল স্যার দি হাঙ্গার প্রজেক্ট এর প্রতি কৃতজ্ঞতা জানান, এবং পরবর্তীতে ৩০ সদস্য বিশিষ্ট ছাত্র-ছাত্রীদের কমিটি ফলোআপ মিটিং যেন তাড়াতাড়ি করা যায় সেই প্রত্যাশা করেন। দি হাঙ্গার প্রজেক্টের উপর পাশাপাশি একই সময়ে ১১ সদস্য বিশিষ্ট ইউনিট করেন, সর্বস্তরের জনগণ কতৃক আদায়কৃত টেক্স থেকে ছাত্র -ছাত্রীদের জন্য বাৎসরিক মাথাপিছু ব্যায়ের যে টাকার পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পায়, সে বিষয়ে তাদের অবগত করেন, সামাজিক দায়বদ্ধতার সম্পর্কে উপস্থিত ছাত্র- ছাত্রীরা বুঝতে পারেন এবং সকলেই দায়বদ্ধতার জায়গা থেকে নিজের জীবনকে সফলতার সাথে প্রতিষ্ঠিত করার পাশাপাশি একটি সুশীল সুন্দর ও আলোকিত সমাজ গড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
Leave a Reply