হুমায়ুন রশিদ জুয়েল ঃ “আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না ” ছাত্র -ছাত্রীদের স্বেচ্ছাব্রতী নেতৃত্বে ক্ষুধামুক্ত ও আত্মানির্ভরশীল বাংলাদেশে সৃষ্টির গণজাগরণ লক্ষ্যে গত বুধবার কিশোরগঞ্জ তাড়াইলে তালজাঙ্গা ইউনিয়ন সারড অফিস মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় শান্তিপূর্ণও সুশৃঙ্খল পরিবেশে ১১৯৪ তম ইয়ূথ লিডার্স ট্রেনিং শুরু করা হয়, উক্ত প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন, পলাশ কান্তি পাল,এলাকা সমন্বয়কারী দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কিশোরগঞ্জ, রবীন্দ্র সরকার সাংবাদিক প্লাস ইউসিও ,মির্জা শাকিল ফেসিলিটেটর ময়মনসিংহ অঞ্চল সোলায়মান আঞ্চলিক সমন্বয়কারী ময়মনসিংহ , সাংবাদিক প্লাস UC হুমায়ুন রশিদ জুয়েল সহ প্রশিক্ষণার্থী। ইয়ূথ এন্ডিং হাঙ্গারের যে সকল সদস্য ‘প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম” শীর্ষক কর্মশালা পরিচালনা করে থাকে তারাই আগামী দিনে একটি নিরাপদ স্কুল ও আলোকিত বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
Leave a Reply