মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এর চেলেরঘাট ব্রীজ এলাকায় ময়মনসিংহগামী নীল রংয়ের একটি পিকআপের গতিবিধি সন্দেহ হলে গাড়িটি ধাওয়া করে ত্রিশাল টেক্সটাইল সিটির সামনে পিকআপটি আটকিয়ে ৪টি গরু ও ৪জন গরু চোর আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। পুলিশের চৌকশ অফিসার এস আই বিল্লাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।
শনিবার সকালে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন এর নির্দেশে প্রতিদিনের ন্যায় এস আই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের চৌকশ টিম মহাসড়কে টহলে ছিল।
পরে এস আই বিল্লাল হোসেনের দুরদর্শী দায়িত্ব পালনে ৪টি গরু ও ৪জন গরুচোর জামাল (৩৫),হেলাল শেখ রাব্বী (৪০),আতিকুল ইসলাম (৩২) ও সুজন মিয়া (২৬) এই ৪জন চোর ও ১টি লাল রংঙের ষাঢ়,১টিলাল হালকা রংঙের গাভী,১টি কাজলা রংঙের গাভী ১টি কালো রংঙের ষাঢ় বাচুরসহ পিকআপ আটক করে ত্রিশাল থানায় হেফাজতে নিয়ে আসে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ৪টি গরুর অনুমানিক মূল্য ২লাখ ৬০ হাজার টাকা। পরে দিনব্যাপী চোরদের আলাদা আলাদা জিজ্ঞাসা করলে চোরদের মুখ থেকে চুরির নানা তথ্য রেকর্ড বন্দি করে রাতে থানা পুলিশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply