আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ ডিবির পৃথক পৃথক অভিযানে ১৪’শ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযানে ১৪’শ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ ডিসেম্বর) বেলা আড়াইটায় জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ মোবারক হোসেন ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কটিয়াদী উপজেলার রায়খোলা এলাকার মো: জামান উদ্দিন এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ জামান উদ্দিন (৩৮)কে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। মাদক কারবারি মোঃ জামান উদ্দিন উক্ত এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

একই অফিসার সন্ধায় কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল মাঠের বাজার সংলগ্ন মোঃ নজরুল ইসলাম এর মনোহারি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ রহমত আলী (৪০)কেও ৪০০(চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
মাদক কারবারি মোঃ রহমত আলী কটিয়াদি উপজেলার আতরতোপ গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের পুত্র।
অপরদিকে এসআই(নিঃ) মোঃ জুয়েল মিয়া ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় রাত নয়টার দিকে ভৈরব উপজেলার শিমুলকান্দি হাই স্কুল মোড় সংলগ্ন আরাফাত মিষ্টান ভান্ডার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ নবী হোসেন (৪৩) ও মোঃ মুছা (৪২)কে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
মাদক কারবারি মোঃ নবী হোসেন ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের মোঃ আমির হোসেনের পুত্র ও মোঃ মুছা একি এলাকার ওমর আলীর পুত্র।
উদ্ধারকৃত মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট)
তালিকামূলে জব্দ করে সংশ্লিষ্ট থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category