নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের ভৈরবে ডিবির অভিযানে পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মান্নান মিয়া (৫০) নামে একজনকে ২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এসআই(নিঃ)/ ফারুক আহমেদ ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ৩ ডিসেম্বর রাত প্রায় এগারোটায় ভৈরব উপজেলার পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মান্নান মিয়াকে ২০০ পিস ইয়াব (মাদকদ্রব্য) ট্যাবলেটসহ আটক করে।
মাদক কারবারি মান্নান মিয়া সুনামগঞ্জ জেলার ধীরাই উপজেলার ললুয়ারচর এলাকার মৃত রাশিদ উল্লাহর পুত্র।
এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply