আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে  কটিয়াদিতে বিট পুলিশিং সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিনিধি  ঃ আজ কটিয়াদী উপজেলার কটিয়াদী পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) মহোদয়ের উদ্যোগে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়েছে৷

এর অংশ হিসেবে লোহাজুরী ইউনিয়নে বিকেলে এ সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল মো : আল আমিন হোসাইন। এ ছারা লোহাজুরী ইউপি চেয়ারম্যান হায়দার মারুয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নূরুল ইসলাম বিএসসি, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আহবায়ক মো: আতাউর উদ্দিন ভূঁইয়া রতন, বীর মুক্তিযোদ্ধা, ইউপি মেম্বারগণ, শিক্ষক, মসজিদের ইমাম উপস্থিত ছিলেন৷

লোহাজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল মো : আল আমিন হোসাইন বলেন”আপনারা বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন বিশ্ব নাগরিক হিসেবে৷ নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলুন সামাজিক নানা ব্যধি দূর করে৷ বাল্য বিবাহ না দিয়ে মেয়েদেরকে সুশিক্ষিত হওয়ার সুযোগ দিন৷ সন্তানের হাতে মোবাইল না দিয়ে খেলার সামগ্রী তুলে দিন৷ সন্তান কার সাথে মিশে খোঁজ নিন৷ ভালো বই দিন পড়তে যাতে উৎসাহ নিয়ে পড়ে৷ মোটরসাইকেল দিয়ে ইভটিজার না বানিয়ে নিজের সন্তানকে ও পরিবারকে সময় দিন৷”

মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং,বাল্যবিবাহ সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্নহত্যা প্রবনতা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category