আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভৈরব র‍্যাব-১৪’র অভিযানে আড়াইমন গাঁজা’সহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি ঃ র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের অভিযানে আড়াইমন গাঁজা ও বহনকারী পিকআপ’সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার
সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও র‍্যাবের নিয়মিত অভিযানে ১৩ নভেম্বর রবিবার ভোর ০৬.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আসা পিকআপের বডির নিচে অভিনব কায়দায় বক্সে করে ও মাছের ড্রামে করে (৫০ বান্ডিল) ১০০ কেজি গাঁজা পাচারকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী মোঃ আলমগীর (২১)কে আটক করা হয়।
মাদক কারবারী মোঃ আলমগীর ময়মনসিংহ তারাকান্দা থানার হড়িয়া গাইবাজার এলাকার মোঃ আজিজুলের ছেলে।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category