আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বত্রিশ পশু হাসপাতাল রোডে ড্রেইন’সহ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বত্রিশ পশু হাসপাতাল রোড হতে জিলানী মসজিদ মোড় পর্যন্ত ড্রেইন’সহ আরসিসি রাস্তা কাজের উদ্বোধন করলেন পৌরমেয়র মাহমুদ পারভেজ।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পৌরমেয়র মাহমুদ পারভেজ বলেন, পৌরবাসীর জলাবদ্ধতায় ড্রেনেজ ব্যবস্থা ও চলাচলে দুর্দশা লাঘবে আই ইউ আই ডিপি-২, কিশোরগঞ্জ পৌরসভা-১৫ প্রকল্পের অধীনে ৬৫ লক্ষ ২৫ হাজার ৬ শত ৫৪ টাকায় ৩৬০ মিটার আরসিসি ড্রেন’সহ রাস্তার উন্নয়ন মূলক কাজের আজ উদ্বোধন করা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই ঠিকাধারী প্রতিষ্ঠান রামিসা এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ কাজ শুরু করবে। উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন এ কাজ আপনাদের, আর এ কাজের মান দেখবাল করাও আপনাদেরই দ্বায়িত্ব।

এসময়, পৌর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার মোঃ মতিউর রহমান মতি, সংরক্ষিত (৪,৭,৯) নং ওয়ার্ডের
মহিলা কাউন্সিলার মোছাঃ হাসিনা হায়দার চামেলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক’সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উদ্বোধন শেষে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, পৌরএলাকা তথা সারাদেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category