আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে একদিনে করোনা শনাক্ত ১৪ জনের

আল আমিন, নরসিংদী প্রতিনিধি :নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১৩ হাজার ৩২২ জনে। মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মোট ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। র‌্যাপিড এন্টিজেনের এই পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৬ জন সদর উপজেলায়, শিবপুরে ২ জন ও ৬ জন পলাশে।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৭২ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৪৮ জন। এরমধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি ও বাকীরা হোম আইসোলেশনে।

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৩০০ জন, রায়পুরাতে ৬৫৪ জন, বেলাবোতে ৮৮২ জন, মনোহরদী ৯৪৫ জন, শিবপুরে ১ হাজার ৭১৫ জন, পলাশে ১ হাজার ৮২৬ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে সদরে ৪২ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category