আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদী পলাশে হত্যা মামলার পলাতক ৩ ফাঁসির আসামী গ্রেফতার

মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি:

একাধিক হত্যা মামলার দন্ডপ্রাপ্ত ফাঁসির ৩ আসামীকে আজ ২০ জুন সোমবার এক বিশেষ অভিযানের মাধ্যমে পলাশ থানা পুলিশ গাজীপুর সদর উপজেলার আমবাগ এলাকা থেকে
গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা দন্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে দীর্ঘ ১৪ বছর পলাতক থেকে দেশের বিভিন্ন এলাকায় ছদ্দবেশ ধারন করে ভিক্ষা বৃত্তি করতো। পলাশ থানা পুলিশ ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারের জন্য দির্ঘদিন যাবৎ তাদের বিশ্বস্ত খোচরদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাদেরকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছিল। কিন্তু আসামীরা অত্যন্ত কৌশলে আসামীরা তারা তাদের নিজ নিজ স্থান ও পেশা পরিবর্তন করে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আত্মগোপন করে ছিল। ঘটনার বর্ণনায় জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদের সাথে একই গ্রামের শামসুল হক (৪৮) এর জমির মালিকানা নিয়ে বিরোধ ছিলো। এই বিরোধকে কেন্দ্র করে আসামীরা শামসুল হককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। শামসুল হকের হত্যার ঘটনায় পলাশ থানায় মামলা নং-১৬(৮)০৯, ধারা-৩০২/৩২৬/৩৪ দঃ বিঃ মামলায় ৬ জন আসামীর মৃত্যুদন্ড হয়। শামসুল হক হত্যার ঘটনায় মামলা বিচারাধীন অবস্থায় আসামীরা ২০১৬ সালে শামসুল হকের ছেলে জহিরুল হক (২৮)-কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করলে পলাশ থানায় মামলা নং-১৫(৪)১৬, ধারা-৩৪১/৩০২/৩৪ দঃ বিঃ রুজু হয়। উক্ত আসামীরা এ মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃতরা হলো পলাশ থানার গালিমপুর গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে মোঃ আলেক মিয়া (৬৫), আলেক মিয়ার ছেলে মোঃ শরিফ (৩৮) ও আলেক মিয়ার স্ত্রী মোছাঃ রুপবান (৫৭) সর্ব সাং-গালিমপুর, থানা-পলাশ, জেলা-নরসিংদীকে গাজীপুর সদর উপজেলার আমবাগ এলাকা হতে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category