নিজস্ব প্রতিনিধি ঃকিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (উপ-পরিচালক) মেজর শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার, ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব উপজেলার মধ্যেরচর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. ইকবাল খন্দকার (৪১)কে ৬ কেজি গাঁজা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত একটি মোবাইল‘সহ গ্রেফতার করে।
গ্রেফতার মাদক কারবারি মো. ইকবাল খন্দকার ভৈরব উপজেলার মধ্যেরচর পূর্বপাড়া এলাকার মৃত আলফাজ খন্দকারের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এব্যাপারে ভৈরব থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply