ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান।
এ লক্ষে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সাভায় ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ডের কাউন্সিল মো. রাশিদুল হাছান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭নং ওয়ার্ডের কাউন্সিল মানিক সাইফুল, ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ ফাতেমা আক্তার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শাহানাজ পারভীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ বিউটি আক্তার রানু, কাউন্সিলর মো. ওসমান গনি, কাউন্সিলর মোঃ শাহীন মিয়া, কাউন্সিলর মোঃ আজহারুল ইসলাম, কাউন্সিলর মোঃ মেহেদী হাসান নাসিম, কাউন্সিলর মোঃ আলমগীর কবির, কাউন্সিলর মোঃ খালেদ মাহমুদ, কাউন্সিলর মোঃ আনিছুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সন্ন্চালনায় শরীফ নাফে আস সাবের মনির।
আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply