আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশাল পৌরসভার বা‌জেট ঘোষণা

ফা‌তেমা শবনম, ত্রিশাল (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি :
২০২১-২০২২ অর্থ বৎস‌রের বাজেট ঘোষণা ক‌রে‌ছে ময়মন‌সিং‌হের ত্রিশাল পৌরসভা ।বৃহস্প‌তিবার (২৪ জুন) বেলা ১১ টার সময় পৌরসভার মিলনায়ত‌নে উ‌ন্মুক্ত এ বা‌জেট ঘোষণা করা হয়।

বা‌জেট ঘোষণায় মেয়র এব‌িএম আ‌নিছুজ্জামান বলেন, রাজস্ব খাতে ৫কোটি, ৪৯ লাখ ৮শত ৯৩ কোটি, গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ৬কোটি, এমজিএসপি প্রকল্পের আওতায় ১৫কোটি, জলবায়ু পরির্বতন প্রকল্পের আওতায় ৪কোটি, মশক নিধন ও করোনা ভাইরাস প্রতিরোধ ১৮লক্ষ, বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ৩ কোটি টাকাসহ ২৮কোটি ১৮লাখ টাকা উন্নয়ন খাতে আয় ধার্য করা হয়েছে। অপরদিকে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫কোটি ৩৭লাখ ৯৬হাজার টাকা। এ বাজেটে উন্নয়ন ব্যয় ২৮কোটি ১৮লাখ টাকা ধরা হয়েছে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ত্রিশাল উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুল ম‌তিন সরকার, ত্রিশাল পৌসভার কাউ‌ন্সিলর উসমান গ‌ণি কুসুম, রা‌শিদুল হাসান বিপ্লব, শা‌হিন মিয়া, আজহারুল ইসলাম, মে‌হেদী হাসান না‌ছিম, আলমগীর ক‌বির, মা‌নিক সাইফুল, খা‌লেদ মাহমুদ সুমন, মো. আনিছুজ্জামান বাবুল, সংর‌ক্ষিত ম‌হিলা কাউ‌ন্সিলর মোছা. ফাতেমা খাতুন, মোছা. শাহনাজ পারভীন, মোসা. বিউটি আক্তার (রানু) প্রমূখ।

এছাড়াও উ‌ন্মুক্ত এ বা‌জেট ঘোষণায় ত্রিশাল পৌরসভার নানা শ্রেণী পেশার মানুষ উপ‌স্থিত হ‌য়ে বি‌ভিন্ন দিক‌নি‌র্দেশনা মূলক বক্তব‌্য প্রদান ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category