আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ মুজিববর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা
উন্নয়ন শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। বুধবার ময়মনসিংহ রোডের কাটাবাঢ়িয়াস্থ কিশোরগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এ দিনব্যাপী “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে
সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ মুহাম্মদ হারুন আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। প্রশিক্ষক ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আলী আকবর,কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল আমিন। সেমিনার পরিচালনায় ছিলেন প্রশিক্ষক হাসান ইয়ার মাহমুদ।
কিশোরগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মুহাম্মদ হারুন আল মামুন জানান, সেমিনারে সদর উপজেলার রশিদাবাদ,
লতিবাবাদ,মাইজখাপন ও মহিনন্দ ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, উদ্যেক্তা, ইউপি সদস্য, চৌকিদারসহ একশত প্রশিক্ষণার্থী অংশ নেন।
কিশোরগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে মুজিববর্ষে শতজনের অংশ গ্রহণে সেমিনারে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন
সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category