আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আন্তঃজেলা স্কুল সাইক্লিং প্রতিযোগীতা অনুৃষ্টিত

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে শেষ হলো মুজিব বর্ষ রিজিওনাল স্কুল সাইক্লিং কমপিটিশন। মিঠামইন উপজেলার অলওয়েদার রোডে বৃহস্পতিবার সকালে ৬ টি জেলার ১৮ টি দলের ১১২ জন বালক এবং বালিকা অংশ নেয় এই প্রতিযোগিতায়। বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশন এর বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১২ বালকে সেরা হয়েছে ময়মনসিংহ জেলার বিল্লাহ হোসেন, অনূর্ধ্ব ১২ বালিকাতে জামালপুর জেলার সৌরভি আকন্দ প্রীতি, অনূর্ধ্ব ১৪ বালকে নেত্রকোনা জেলার ইসতেহাক মাহমুদ, বালক অনূর্ধ্ব ১৪ এ করিমগঞ্জ উপজেলার ঝুমা, বালক অনূর্ধ্ব ১৭ ইভেন্টে অষ্টগ্রাম উপজেলার জাবিরুল এবং অনূর্ধ্ব ১৭ বালিকাতে জামালপুরের তানজিনা খানম সেরা হয়েছেন। প্রতিটি ইভেন্টে সেরা খেলোয়াড়দের দুরন্ত সাইকেল পুরষ্কার দেয়া দেয়া হয়। এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের দেয়া হয় গিফট ভাউচার। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা নির্বাহী অফিসার প্রভাংসু সোম মহান, উপজেলা চেয়ারম্যান শরীফ কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ শামীম আলম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category