আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৮ লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী মোট ৮ লাখ এক হাজার ৩০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। হাম-রুবেলা রোগের
প্রকোপ থেকে সুরক্ষার জন্য হাম-রুবেলা ক্যাম্পেইনে এসব টিকা প্রদান করা
হবে। আগামী শনিবার (১২ ডিসেম্বর) থেকে জেলায় এই ক্যাম্পেইন শুরু হচ্ছে। ২৪
জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনের সময়ে জেলার ৮ হাজার ২৪৯টি কেন্দ্রে এই টিকা
দেয়া হবে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের
পরিচালক ডা. এহসানুল হক মুকুল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের
তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন
পরিচালনার সার্বিক বিষয়ের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্যচিত্র উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। এর আগে ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত
হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস কোভিড-১৯ পরিস্থিতির কারণে তখন ক্যাম্পেইন স্থগিত করা হয়েছিল।হাম-রুবেলা রোগের প্রকোপ বিবেচনায় নিয়ে
স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৬ সপ্তাহ এই হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রেস কনফারেন্সে অন্যদের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেলাইন্স এন্ড ইমিউনিজেশন মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল মতিন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলায় কর্মরত প্রিন্ট,
ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category