আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌহালীতে অতিদরিদ্রদের কর্মসংস্থান (১ম পর্যায়) কর্মসূচি উদ্বোধন

মোঃ ফরহাদ হসেন চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গ্রাম হবে শহর এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ২০২০-২১ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় (১ম পর্যায়) কর্মসূচির প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৫ (চৌহালী ও বেলকুচি) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।

শনিবার (২৮শে নভেম্বর) চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ জোতপাড়া গ্রামের জনতা উচ্চ বিদ্যালয় থেকে পাকা রাস্তা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার প্রকল্প রাস্তার কাজ উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্মসাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, খাসকাউলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার, খাসকাউলিয়া ইউপি পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category