আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্ষণসহ সকল যৌন সহিংসতায় দ্রুত বিচারের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২০ উপলক্ষে ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ, নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে, দেশের চলমান ধর্ষণসহ সকল প্রকার যৌন সহিংসতা প্রতিরোধ ও ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।

সম্প্রতিকালে দেশের চলমান সকল প্রকার ধর্ষণ ও সহিংসতা সহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ভয়াবহ হারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মহিলা পরিষদের আহবানে সারা দেশের ন্যায়, কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫ নভেম্বর বুধবার সকাল ১০টায় কিশোরগঞ্জ শহর সমবায় ভবন এর দোতালায় মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে বাংলাদেশ মহিলা পরিষদের ১৩ টি সুপারিশসহ লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন – বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ন সম্পাদক জেলা মজিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী বিলকিছ বেগম, সংগঠনের আন্দোলন সম্পাদক কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, প্রচার সম্পাদক তাহমিনা ইসলাম, অর্থ সম্পাদক হাসিনা হায়দার চামেলি ও সদস্য এডভোকেট শংকরী রানী প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে ও লিখিত বক্তব্যে বলা হয় গত সেপ্টেম্বর মাসে ১০৯ জন নারী শিশু ধর্ষণের শিকার সহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ৫ বছরের শিশু, বিন্নাটি ইউনিয়নের ৬ বছরের শিশু ও ১৬ বছরের কিশোরী, হোসেনপুর উপজেলায় ২ জন শিশু ও ১ জন কিশোরী ধর্ষণ, শাশুড়িকে ধর্ষণ, পাকুন্দিয়া উপজেলায় এরপর করতেই প্রবাসীর স্ত্রী ধর্ষণ ও আত্মসত্ত্বা হওয়া, কালিয়াচাপড়া চিনিকল বিদ্যালয়ের ছাত্রী শিক্ষক কর্তৃক ধর্ষণ, এগারসিন্দুর স্কুল ছাত্রী ধর্ষণ, করিমগঞ্জে কিশোরী ধর্ষণ, নারীকে হত্যা সহ শহরের বত্রিশ এলাকায় গৃহবধূর আত্মহত্যা সহ নানা ধরনের সহিংসতা ও নারী শিশু ধর্ষণের দ্রুত বিচার আইনে ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ মহিলা পরিষদ ও কিশোরগঞ্জ জেলা শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category