নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা এলাকা হতে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩৫০(তিনশত পঞ্চাশ) টাকা’সহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক লেঃ কমান্ডার এম শোভন খান বিএন জানান- র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারীর সত্যতা পেয়ে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১৮ নভেম্বর বুধবার রাত সাড়েনয়টায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল ফকির(২৮)কে ২ (দুই) কেজি ৮০০(আটশত) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা’সহ আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল ফকির সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামের নূরু ফকিরের ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply