আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি আলী সম্পাদক আনিছ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক ঃ অত্যন্ত আনন্দঘন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ সদর দলিল লেখক সমিতির নির্বাচন। এতে সভাপতি পদে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক পদে আনিছুর রহমান আনিছ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা সাবরেজিস্টার অফিস সংলগ্ন দলিল লেখক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ ও গণনা শেষে শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
এতে সভাপতি পদে মোহাম্মদ আলী ৬৭ ভোট, সহ-সভাপতি পদে হারুন অর রশিদ ৩৯ ভোট, সাধারণ সম্পাদক পদে আনিছুর রহমান ৭০ ভোট, সহসাধারণ সম্পাদক পদে শাহজাহান ৫৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এনামুল হক বাবু ৪৫ ভোট, দপ্তর সম্পাদক পদে মাহফুজুর রহমান সজল ৫০ ভোট, কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম সেলিম ৬৫ ভোট এবং কার্যকরী সদস্য পদে চন্দন চন্দ্র সুত্রধর ৮২, জহিরুল ইসলাম ৬৯, কামরুল ইসলাম ৬২, শহিদুল ইসলাম ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমেদ জানান, কিশোরগঞ্জ সদর দলিল লেখক সমিতির এবারের নির্বাচনে মোট ৯৭ জন ভোটারের মধ্যে ১১টি পদে ২৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। এতে, সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন এবং কার্যকরী সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সমর্থকদের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুশৃংখল পরিবেশে ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে ৯৭ জনই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
উক্ত নির্বাচনে, সহকারী নির্বাচনা কমিশনার হিসেবে আশিকুল ইসলাম শ্যামল, মাহবুবুর রহমান, মকবুল হোসেন ও উত্তম কুমার সরকার দ্বায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category