হুমায়ুন রশিদ জুয়েল : যথাযোগ্য মর্যাদায় তাড়াইলে সমাজসেবা দিবস পালিত হয়েছে।
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে তাড়াইল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) জিসান আলী ও তাড়াইল থানা ওসি তদন্ত মোঃ শ্যামল মিয়া।
এ ছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমাজসেবাকর্মী, সংবাদকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : ইতিমধ্যে তাড়াইল উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ৯,৮৯৮ জনকে বয়স্ক ভাতা, প্রতি মাসে ৬৫০ টাকা, বিধবা ভাতা ৪৫৬৫ জন, প্রতিমাসে ৬৫০ টাকা, প্রতিবন্ধী ভাতা, ৫১৬৫ জন, প্রতি মাসে ৯০০ টাকা করে নগদ অর্থ প্রদান করে আসছেন।
তাছাড়া ৫৯ জনকে ঋণের চেক প্রদান করবেন বলে জানিয়েছেন সমাজসেবা কর্মকর্তা।
এছাড়াও তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার শীতার্তদের মাঝে উপজেলা সভাকক্ষে ১০০ কম্বল বিতরণ করেন।
Leave a Reply