আজ ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের টাকার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

নিজস্ব  প্রতিনিধি : কিশোরগঞ্জ-চামড়াঘাট মহাসড়ক প্রসস্থ ও উন্নতি করণসহ সংযোগ সড়ক নিমার্ণ প্রকল্পে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের টাকা দ্রুত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে শতাধিক ভুক্তভোগী পরিবারের লোকজন।

২৮ ডিসেম্বর রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করে, সাকুয়া বাজার থেকে চামটা চন্দর পর্যন্ত অধিগ্রহণকৃত জমির মালিকেরা।
মানববন্ধনে ভুক্তভোগীর পক্ষে মোঃ কবির উদ্দিন ভুঞাঁ বলেন, বিগত ২০১৯-২০২০ এর আওতায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে প্রকল্পের কাজ শুরু ২০২০ইং সালে। ইতিমধ্যে অনেক জায়গায় অধিগ্রহনের টাকা পরিশোধ ও রাস্তা সম্প্রসারণের কাজ সমাপ্তি হয়েছে, কিন্তু এল এ কেস নং ০৯ এর অধিগ্রহণের টাকা এখনো পরিশোধ করেননি কর্তৃপক্ষ। রাস্তার পাশে বসবাসরত অনেক পরিবার তাদের ঘর, বাড়ি মেরামত করতে পারছে না, অধিগ্রহণ ও ক্ষয়ক্ষতির টাকা কবে পাবে সেটাও অনিশ্চিত।
টাকা পরিশোধ না করেও ৭০% কাজ করা হয়েছে। যারফলে বন্দর এলাকার ব্যবসায়ীরা তাদের দোকান নতুন করে সংস্কার ও মেরামত করতে পারছে না। ফলে ব্যবসায়িক ভাবে বিরাট ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার ব্যবসায়ীরা।
এলাকাটি নদীবন্দর ও জনবহুল ব্যবসা কেন্দ্রের একমাত্র রাস্তায় কানাকন্দ, ভাঙ্গা হওয়ায় চলাচল কারি যাত্রী ও যানবাহন বিভিন্ন দূঘটনার শিকার এবং জনদূভোর্গ সৃষ্টি হচ্ছে।
আমদের দাবি অধিগ্রহণের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগীর হাতে পৌঁছে যাবে তাদের প্রাপ্য টাকা ও সম্পূর্ন করা হবে রাস্তার কাজ।
এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, এই আন্দোলনকারীর সঙ্গে আমরাও একমত পোষন করি। আমরাও চাই ভুক্তভোগীর টাকা তাদের হাতে পৌঁছে দিতে, এজন্য সড়ক ও জনপদের জায়গা জমি অধিগ্রহণের প্রায় ১শত ২৪ কোটি টাকার প্রপোজাল মন্ত্রণালয়ে প্রেরণ করা বারবার তাগিদ ও বিভিন্ন উপায়ে তদবির করে যাচ্ছি। আশাকরি আগামী কিছু দিনের মধ্যেই ভালো একটা সংবাদ পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category