নিজস্ব প্রতিবেদক ঃ অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ জেলা বিদ্যুৎ কারিগর শ্রমিক ইউনিয়ন সমিতির নির্বাচন।
শনিবার (৩ জানুয়ারি) শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে গননার কাজ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে মোঃ মবিন মিয়া হারিকেন প্রতীকে ১৫৩ ভোট, সাধারণ সম্পাদক পদে রায়হান মিয়া মোটরসাইকেল প্রতীকে ২৪১ ভোট, সহসাধারণ সম্পাদক পদে মো: মাসুম ফুটবল প্রতীকে ৩০৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে ফাইজুল ইসলাম ২২৬ ভোট ও কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন আনারস প্রতীকে ৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম আশফাক জানান, কিশোরগঞ্জ জেলা বিদ্যুৎ কারিগর শ্রমিক ইউনিয়ন সমিতির এবারের নির্বাচনে মোট ৪৮৯ জন ভোটারের মধ্যে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সমর্থকদের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি, সুশৃংখলভাবে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট কেন্দ্রের ৫টি বুথে ৪৩০ ভোটার তাদের পছন্দের প্রার্থীর মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন।
এছাড়া কোন প্রার্থী নাথাকায় সহ-সভাপতি পদে গোলাম সারোয়ার রাজীব, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহজাহান, প্রচার সম্পাদক মামুন মিয়া, দপ্তর সম্পাদক চাঁন মিয়া এবং কার্যনির্বাহী সদস্য পদে কামাল মিয়া, মাছুম, দিদার মিয়া ও শামীম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন।
উক্ত নির্বাচনে, প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা এবং সহকারী প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্বে ৫জন সহকারী শিক্ষক ও ৫জন স্বাস্থ্যকর্মী ছিলেন।
তাছাড়া সহকারী নির্বাচনা কমিশনার হিসেবে হাবিবুর রহমান লিটন, ইমরান হোসেন মিন্টু, আমিনুল ইসলাম, মাজেদুল হক লিটন, রঞ্জন সরকার, জামাল হায়দার ও সৈয়দ আব্দুল হাদি খান দ্বায়িত্ব পালন করেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
নির্বাচনকে ঘিরে কেন্দ্রের আশেপাশের এলাকা ও গেইটের সামনে বিভিন্ন সাজে সজ্জিত রঙিন ফেস্টুন পোস্টার-ব্যানার ও প্রার্থী, কর্মী-সমর্থক এবং ভোটারদের মাঝে বিরাজ করে এক উৎসব আমেজ।
Leave a Reply