আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় ছাত্রলীগ সাবেক নেতা ফরিদুজ্জামান গ্রেফতার

এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌর ছাত্রলীগের সাবেক নেতা ফরিদুজ্জামান ফরিদ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পৌর সদরের বাজার এলাকার পান মহল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ফরিদুজ্জামান পৌর সদরের টান লক্ষীয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া পৌর ছাত্রলীগের সাবেক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকায় ঢাকা–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালনের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় গত ২ ডিসেম্বর যুবদল নেতা খুরশিদ আলম বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসদমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফরিদুজ্জামান এজাহারভুক্ত ৩৩ নম্বর আসামি ছিলেন।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category