আজ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থী পাশ কার্ডের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসা ও রোগীদের সাথে আসা অতিরিক্ত দর্শনার্থীদের ভিড় সামাল দিতে ভিজিটর পাশকার্ডের চালু করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ১ নভেম্বর বেলা ১২টায় হাসপাতালের ৩য় তলায় কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ দর্শনার্থী পাশ কার্ডের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আহবায়ক, মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ও (ড্যাব) এর সাংগঠনিক সম্পাদক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন) ডা: মীর নূর-উস-সাদ সৈকতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন – ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্য সচিব ও মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: এস. কে. এম. নাজমুল হাসান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চর্ম ও যৌন) ডা: মো: একরাম আহসান (জুয়েল), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা: সাইফুল ইসলাম প্রমূখ।


উদ্বোধনের আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ হাসপাতালের কার্ডিওলজি সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
এসময় মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী ও ডাক্তারবৃন্দ সহ রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category