আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিঠামইনে স্বতন্ত্র প্রার্থী ডা: শাহীন রেজা চৌধুরীর ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

হাওর প্রতিনিধি : কিশোরগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মোহাম্মদ শাহীন রেজা চৌধুরী নির্বাচনী প্রচারণার অংশ   হিসাবে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে দরিদ্র চক্ষু রোগীকে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হযেছে।

৭ ডিসেম্বর রবিবার মিঠামইন উপজেলার কাট খাল ইউনিয়নের নূরে মদিনা ফাউন্ডেশন (লন্ডন) ইউকে’র আয়োজনে নূরে মদিনা শাহজালাল  (রা:)মাদ্রাসার মাঠে শাহীন রেজা চৌধুরী ও তার হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার বিনামূল্যে চক্ষু রোগীকে পরামর্শ, চিকিৎসা,ঔষধ ও চশমা প্রদান করা হয়।
ডাক্তার শাহীন রেজা চৌধুরী  কিশোরগঞ্জ ৪ আসন থেকে স্বতন্ত্র  প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে দৃষ্টি উন্নয়ন সংস্থার উদ্যোগে গ্রামে গ্রামে গিয়ে এবং বিভিন্ন স্থানে ক্যাম্পের  আয়োজন করে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন তিনি। এতে করে মিঠামইন, ইটনাও অষ্টগ্রাম উপজেলার নারী পুরুষ ও শিশু রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করে খুবই উপকৃত ও খুশি।
অধ্যাপক ডাক্তার শাহীন রেজা চৌধুরী  চক্ষু বিষয়ে পরামর্শ সহ রোগীদেরকে বিনামূল্যে ওষুধ,চশমার পাশাপাশি বিনামূল্যে ছানি রোগীদেরকে অপারেশনের জন্য বাছাই করে বাছাইকৃত রোগীদেরকে হবিগঞ্জের ডাক্তার শাহিদ চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন কাজ অব্যাহত রেখেছেন।
এই বিষয়ে দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার শাহীন রেজা চৌধুরী জানান, দেশের দরিদ্র মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে অন্ধত্ব থেকে মুক্তি দিতে ঢাকার মোহাম্মদপুরে, আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতাল ও হবিগঞ্জে ডাক্তার শাহিদ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। আমি ওদের মত টাকা নিয়ে চিকিৎসা করলে ঢাকাতে আমার বড় বড় বাসাবাড়ি থাকতো। কিন্তু আমি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। আমার জন্মস্থান মিঠামইনের কাঞ্চনপুর গ্রামে। হাওরের দরিদ্র মানুষ টাকার অভাবে শহরাঞ্চলে গিয়ে চিকিৎসা করতে পারছেনা। তাই আমি নিজেই হাওর অঞ্চল ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দিচ্ছি। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেবো। আল্লাহর রহমতে হাওর অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত হলে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করবো। তখন দরিদ্র মানুষ গুলো শহরে যেতে হবে না। যাতে করে ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন।
চক্ষু বিশেষজ্ঞ শাহীন রেজা চৌধুরী  বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের হৃদয় ঠাই করে নিচ্ছেন এমনি কথা এখন সাধারণ মানুষের মুখে মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category