আজ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেভেলপমেন্ট কাপ ফুটবলের ফাইনালে খুলনা এবং ময়মনসিংহ বিভাগ

নিজস্ব প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে খুলনা এবং ময়মনসিংহ বিভাগ। ঢাকার বিপক্ষে টাইব্রেকে জয় পেয়েছে খুলনা এবং রংপুর বিভাগকে ১ গোলে হারিয়েছে ময়মনসিংহ বিভাগ।

মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ। নির্ধারিত সময় শেষ হয় গোন শুন্য থেকে। টাইব্রেকে ঢাকা বিভাগকে ৪-২ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকে খুলনা বিভাগ। ম্যাচ সেরা হন ঢাকা বিভাগের কামাল মৃধা। দিনের আরেক সেমিফাইনালে জমজমাট লড়াই হয় রংপুর এবং ময়মনসিংহ বিভাগের। ম্যাচের একমাত্র গোলটি করেন ময়মনসিংহ বিভাগের হাসিবুল হাসান শান্ত। ম্যাচ সেরাও হন ময়মনসিংহ বিভাগের এই স্ট্রাইকার। ম্যাচ শেষে সেরা খেলোয়াড় এবং প্রতিভাবান খেলোয়াড়দের নাম ঘোষণা করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম। আগামী ৩ মার্চ শিরোপার লড়াইয়ে মাঠে নামবে খুলনা এবং ময়মনসিংহ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category