আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের জমজমাট ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের জমজমাট এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পাটধা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে দর্শক মাতিয়ে বলের যাদুতে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন- করিমগঞ্জ উপজেলার এ্যাড. শওকত কবির খোকন স্পোর্টিং ক্লাব এবং কিশোরগঞ্জ ভোরের ডাক ফুটবল এসোসিয়েশন।

উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম।
োোজেলা বিএনপির সহ সভাপতি ইসমাইল হোসেন মধুর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের আহবায়ক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম আলমগীর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সদস্য সচিব ও জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক তাজুল ইসলাম চপল, করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিক, বৌলাই ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক আল আমিন।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌলাই ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালিব লাদেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা হাজী জয়নাল আবেদীন, সদস্য জালাল উদ্দীন, সাবেক মেম্বার বাহারুল বাচ্চু, পাটখা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কামাল উদ্দীন প্রমুখ।
জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. শওকত কবির খোকনের সার্বিক ব্যবস্থাপনায় ও ফুটবলের সাবেক ৪০ উর্ধ্ব খেলোয়াড়দের অংশ গ্রহণে এক এক গোলে সমাপ্তি ঘটে।
খেলায় সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিগণ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে ঐতিহাসিক অবদান রাখেন। আরাফাত রহমান কোকো কোন রাজনৈতিক ব্যাক্তি ছিলেননা তিনি জিয়া পরিবারের সন্তান হওয়ায় বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতে হয়েছে। তাই তার স্মরণে প্রতিনিয়ত এমন খেলার আয়োজন করতে আহ্বান জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category