আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে কিশোরগঞ্জ পৌরসভা।

৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে এগারোটায় কিশোরগঞ্জ কালিবাড়ি সংলগ্ন নরসুন্দা নদীর তীরে মাসব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতা মূলক লিফলেট বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে ড্রেনেজ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাহিদ হাসান, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ নরসুন্দা নদীর তীরের ঝোপঝাড়ে ফগার মেশিন চালিয়ে মাসব্যাপী মশক নিধন, ড্রেনের ময়লা ও পথচারী, যাত্রী ও চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন।
এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আজিজুল হক জুয়েল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category