আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আলোচনা ও কেক কেটে (সুজন)’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : সুশাসনের জন্য নাগরিক (সুজন) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের জেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসটি পালন করা হয়।

সভার শুরুতে, সুজনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের স্ত্রী সদ্য প্রয়াত ডক্টর রওশন জাহান সহ সকল প্রয়াতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

সুজন জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক ও লেখক মু আ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দীন ফারুকী, ফিরোজ উদ্দিন ভূইয়া ও আতিয়া হোসেন, সহসম্পাদক এডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল ও ফারুকুজ্জামান, কোষাধ্যক্ষ প্রদীপ সরকার, নির্বাহী সদস্য শফিক কবীর, শাহজাহান শাজু, জাহানারা ইসলাম, জি এম শফিউল আলম আরজু, শহিদুল ইসলাম খোকন, তরিকুল ইসলাম শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন- “সুজন বাংলাদেশের বিদ্যমান ধারা পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। আমরা চাই দেশের প্রতিটি সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা হোক। আসন্ন জাতীয় নির্বাচনে যেন অবাধ ও সুষ্ঠু ভোট হয়, সে বিষয়ে আমাদের পর্যবেক্ষণ ও তৎপরতা থাকবে।” “সুজন কেবল নির্বাচনকেন্দ্রিক নয়, বরং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার একটি নাগরিক সংগঠন। জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব উন্মুক্ত করার ক্ষেত্রেও সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসন্ন জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জে প্রার্থীদের জনগণের মুখোমুখি করে সুশাসনের প্রতিশ্রুতি নেবে জেলা সুজন কমিটি।”
আলোচনা শেষে কেক কেটে সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category