আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে নিসচা’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে তাদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ ডিসেম্বর সোমবার সকালে জেলা শহরের কালিবাড়ি মোড় সংলগ্ন চত্বর থেকে সচেতনতামুলক এক বর্নাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন কর পুনরায় একি স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল।
নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিআরটিএ কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো: কামরুজ্জামান, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাবেদ রহিম, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন শোকরানা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। একি সময়ে যাত্রী চালক ও পথচারীদের মাঝে ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে নিসচা’র সৃষ্টি ও বিগত দিনের প্রশংসনীয় কার্যক্রম তুলে ধরে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানান।
এসময় নিসচা জেলা ও উপজেলা কমিটির সকল সদস্য এবং জেলা রোভার স্কাউটের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category