নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরীর পরিচালনায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, প্রেসক্লাবের সাংবাদিক সদস্য সৈয়দ আল আক্কিল মোকাররম, শামসুল আলম সেলিম, এড শাহ আশরাফ উদ্দিন দুলাল, সাংবাদিক ও লেখক মো. আমিনুল হক সাদী, কাউছার আহমেদ টিটু, সদস্য শফিক কবীর, শহীদুল ইসলাম পলাশ, আসাদুজ্জামান লিপন,খায়রুল ইসলাম-১, খায়রুল ইসলাম-২ প্রমুখ।
দিবসটির মাধ্যমে সাধারণ জনগণ ও অংশীজন প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সচেতন হয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত হবেন এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ যে, তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনেস্কো স্বীকৃত এই দিবসটি প্রতি বছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- পরিবেশ রায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ।
আলোচনা সভায় সাংবাদিকগণ তাদের বক্তব্যে বলেন, তথ্যশিকারী সাংবাদিকদের প্রতিনিয়তই তথ্যের প্রয়োজন হয়, তাই তাদের হয়রানি না করে রাষ্ট্র, সমাজ ও জনগণের কল্যাণে যেকোন তথ্য চাহিবামাত্র কর্তাব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে আসেন এমনটাই প্রত্যাশা সকলের।
Leave a Reply