আজ ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে চলে গেলেন মাধবদীর বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ মিয়া

আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:  একজন ভালো মানুষের মৃত্যুতে পুরো এলাকায় যেভাবে শোকের ছায়া নেমে আসে তেমনি আজ মাধবদীতে শোকের ছায়া নেমে এসেছে একজন বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে। আজ বুধবার (২৭আগস্ট) মাধবদীর বিশিষ্ট ব্যবসায়ী আলগী মনোহরপুর ৭নং ওয়ার্ড নিবাসি “মোহাম্মদ সামসুদ্দীন আহমেদ (সুরুজ মিয়া)” দুপুর সোয়া ২টায় মৃত্যু’কে বরণ করে না ফেরার দেশে চলে গেলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

তিনি মাধবদীর ঐতিহ্যবাহী সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর প্রতিষ্ঠাকালিন সময়ে ক্যাশিয়ার পদে দির্ঘদিন সুনামের সহিত সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে পদোন্নতি পেয়ে দির্ঘদিন ম্যানেজারের পদে চাকুরী করেছেন। পরে অবসর কালীন সময়ে মাধবদীর আলগীতে টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করে কাপড় উৎপাদন করে হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী। গত এক মাস আগে তিনি ব্রেনস্টোক করে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধিন অবস্থায় আজ দুপুরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মৃত্যুর সময় তিনি ৩ছেলে, ১মেয়ে, স্ত্রী’সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি মাধবদীর বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী শাজাহান মোল্লা সাহেবের ভগ্নিপতি। মাধবদীর আলগী এলাকার আনোয়ার টেক্সটাইলের মালিক আনোয়ার হোসেন মরহুমের বড় ছেলে।
মরহুমের মেঝো ছেলে সেলিম মিয়া সবার কাছে তার বাবা’র জন্য দোয়া প্রার্থনা করছেন। মরহুমের জানাজার নামাজ বাদ এশা আলগী গোরস্থান মাঠে অনুষ্ঠিত হওয়ার পর দাফন সম্পন্ন করা হয়। জানাজায় মাধবদী, নরসিংদী ও আড়াই হাজারের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মরহুম সুরুজ মিয়ার মৃত্যুতে উপস্থিত গণ্যমান্যরা তার পরিবারের প্রতি গভির শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category