নিজস্ব প্রতিবেদক ঃ কিশোরগঞ্জ পৌর এলাকার শোলাকিয়া নীলগঞ্জ মোড় সংলগ্ন ভূইয়া বাড়ী নিবাসী পুরান থানা লতিফ প্লাজার স্বত্বাধিকারী, কিশোরগঞ্জ সদর পৌর বিএনপি’র সহ-সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, ডি এল লাহিড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক নির্বাচিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও সদর পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন এর চাচা প্রয়াত শাহাব উদ্দীন ভূঁইয়া স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ট বৃহস্পতিবার বাদ আছর পুরান থানাস্থ লতিফ প্লাজার দ্বিতীয় তলায়, মার্কেট ব্যাবসায়ী ও মোবাইল কম্পিউটার ব্যাবসায়ী সমিতির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে স্থানীয় ব্যাবসায়ী, এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও তার শুভাকাঙ্ক্ষীগণ অংশগ্রহণ করেন। দোয়ার পুর্বে প্রয়াত সাহাব উদ্দিন ভূঁইয়ার সংক্ষিপ্ত জীবনী পেশ ও এলাকার সকল মৃত ভিত্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা সোহরাব উদ্দিন।
উল্লেখ্য, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ছয়মাস যাবৎ ঢাকায় চিকিৎসা নিয়ে এসে চিকিৎসাধীন অবস্থায় তার নিজ বাসায় ১১ আগষ্ট সোমবার দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বাদ যোহর শহীদি মসজিদে অনুষ্ঠিত জানাজার নামাজের পর শোলাকিয়া বাগেজান্নাত নূরানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তিনি ছিলেন লতিফ ভুইয়া পরিবারের ৬ ভাই ও ৪ বোনের একজন। মৃত্যুকালে ১ ভাই ২ বোন, স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও নাতী-নাতনীসহ বংশের অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply